স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন বচন

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১১ মার্চ, ২০১৩, ০৯:০০:০০ রাত

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহি উদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, গন মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দ্বারা খুনি প্রমানিত হয় না। ছাত্রলীগের কিছু বিপথগামী নেতা বিশ্বজিতকে হত্যা করেছে। গণমাধ্যমে সারা বিশ্বের মানুষ তা দেখেছেন এবং বিশ্বাস করেছে যে হত্যাকারীরা হত্যা করেছে বিশ্বজিতের মৃত্যু হছেয়ে, আমরাও তা বিশ্বাস করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীও বিশ্বাস করেছে, কিন্তু ছাত্রলীগের ছেলেরা হত্যা করেছে সেটা বিশ্বাস করেননি। তাঁর চোখে তাদেরকে শিবিরের ছাত্র হিসাবে দেখেছেন। সব কিছুতে তিনি তেমনটাই দেখেন-রাস্তা ঘাটে পাহাড়ে বন্দরে, আকাশে বাতাসে এবং মাটির নিচে। অজথা পুলিশ নিরিহ লোকের উপর গুলি করে, উনার চোখে ওদেরকে দেখেন বিশৃঙ্খলা কারী হিসাবে। বলেন, ওরা তান্ডব করছে। ফেসবুকে কিছু ভিডিও ক্লিপে দেখলাম পুলিশ কতগুলো লোককে ধরে এনে গুলি করছে! আমার কি বিশ্বের বিবেক স্তম্বিত হয়ে গিয়েছে, শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর হয়নি। বিশ্বজিতের ভাগ্য, সে শিবিরের ছেলে নয় বা কোন মুসলমানের ছেলে নয়, হিন্দুর ছেলে, না হলে গণমাধ্যমের কর্মীরা হত্যাকারীদের এত কষ্ট করে ছাত্রলীগের নেতাকর্মী হিসাবে প্রমান করত না। তার নামে স্তম্বও হত না।

দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের ৭০ লক্ষ টাকার দুর্নীতির প্রধান স্বাক্ষী তাঁর ড্রাইভার আজম খান আর টিভিতে যে স্বাক্ষাতকার দিয়েছেন, তাতে মিথ্যার আর কোন অবকাশ থাকে না। আমরা কি বলব আজম খান স্বাক্ষাকার দেয় নাই অন্য কেউ দিয়েছে? যদি আমাদের প্রধান মন্ত্রী শেখ হাছিনা জাতির উদ্দেশ্যে ভাষন দেন, তখন কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবে, খাজেদা জিয়া ভাষণ দিচ্ছে? যদি ওনার মতে গনমাধ্যমের প্রচারিত ভিডিও ফুটেজ অসত্য হয়? আপনাদের মতে কি।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File